আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি দিয়ে ছবি ও ভিডিও তৈরি করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে। এতে নানা বিড়ম্বনায় পড়ছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা, বিশেষ করে নারী শিল্পীরা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন। গত এক বছরে বিষয়টি আরও প্রকট আকার ধারণ করেছে।
এই পরিস্থিতিতে এআই দিয়ে তৈরি করা ভুয়া ছবি ও ভিডিও নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ ধরনের কাজ সম্পর্কে ভক্তদের সতর্ক করেন এবং সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
মঙ্গলবার দুপুরে সাদিয়া ফেসবুকে লিখেছেন, ‘কিছু কিছু পেজ আছে, যারা সেলিব্রিটিদের এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) দিয়ে এডিট করা ছবি বানায়। আমার মনে হয়, ওরা আমার ছবি বানিয়ে ছড়াতে আরও বেশি মজা পায়। হ্যাঁ, তারা সম্ভবত এটা থেকে আয় করে। এটাই তাদের রুটি-রুজি হতে পারে। কিন্তু এতে ওদের নীচু মানসিকতার আর সস্তা মনোভাবটাই বেশি ফুটে ওঠে।’
আক্ষেপ করে অভিনেত্রী বলেন, ‘কিন্তু যেটা সবচেয়ে আশ্চর্যের, ২০২৫ সালেও মানুষ কীভাবে এখনো ‘এআই’ চিনতে পারে না বা বোঝে না! তারা ওই ভুয়া ছবি বা ভিডিওতে গিয়ে আসল ভেবে মন্তব্য করে!’
সাদিয়া লিখেছেন, আরে ভাই-বোনেরা, এখন তো সময় হয়েছে একটু সচেতন হওয়ার! এসব ‘এআই এডিটেড ছবি ও ভিডিও’-কে সত্যি ভেবে বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে!
সবশেষ অভিনেত্রীর অনুরোধ, ‘আমার দর্শক ও অনুসারীদের প্রতি ছোট্ট একটা অনুরোধ- যদি কখনো এমন কোনো ছবি বা ভিডিও চোখে পড়ে, তাহলে পোস্ট এবং পেইজটা রিপোর্ট করুন এবং সরাসরি ব্লক করে দিন। আমি অবশ্যই এই বিষয়টি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের হাতে তুলে দেব। এরপর ওনারাই বিষয়টা সামলাবেন।’
বিডি প্রতিদিন/মুসা