সীমান্তে চোরাচালান চক্রের প্রধান ডাকাত শাহীনের সহযোগী নুরুল আবছারকে (৩৪) গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোরে রামুর গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস জানান, গোপন সূত্রের ভিত্তিতে এক বিশেষ অভিযান চালিয়ে বোমাংখিল গ্রাম থেকে নুরুল আবছারকে আটক করে বিজিবির সদস্যরা। এসময় তার কাছ থেকে ৪টি আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড গোলাবারুদ ও গুলির খোসাসহ আরও কিছু সামগ্রী জব্দ করা হয়।
তিনি জানান, গত ২১ জুলাই নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি বিওপির সদস্যরা ৯ হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ করে। সেসময় দায়ের করা একটি মামলায় নুরুল আবছারকে পলাতক আসামি দেখানো হয়। এছাড়া ২০২৪ সালে গর্জনিয়ার থিমছড়িতে তালেব হত্যাকাণ্ডের ঘটনায় ডাকাত শাহীনের সাথে নুরুলও জড়িত ছিল। তার বিরুদ্ধে খুন, সীমান্তে গরু পাচার, ডাকাতিসহ নানা অপরাধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
বিজিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অন্যান্য প্রক্রিয়া শেষে নুরুল আবছারকে রামু থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই