রাশিয়ার জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা অ্যারোফ্লতের নেটওয়ার্কে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত সাত হাজার সার্ভার ধ্বংস ও সংস্থাটির অভ্যন্তরীণ নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ‘সাইলেন্ট ক্রো’ নামের ইউক্রেনপন্থী একটি হ্যাকার গোষ্ঠী। এ ঘটনার জেরে সোমবার অ্যারোফ্লতের অন্তত ৪০টি ফ্লাইট বাতিল এবং আরও কয়েকটি ফ্লাইটে বিলম্ব ঘটে।
হামলাকারী হ্যাকার গোষ্ঠীর দাবি, এক বছর ধরে চালানো একটি গোপন অভিযানের মাধ্যমে তারা অ্যারোফ্লতের নেটওয়ার্কে ঢুকে পড়ে। এ হামলায় বেলারুশভিত্তিক সাইবার পার্টিজানস নামের আরেকটি গ্রুপ সহযোগিতা করেছে বলে দাবি করা হয়েছে।
হ্যাকারদের পক্ষ থেকে অনলাইনে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “আমরা সার্ভারে আঘাত হেনেছি ও অ্যারোফ্লতের ডিজিটাল অবকাঠামো ধ্বংস করেছি। প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কম্পিউটারেও আমরা প্রবেশ করেছি।”
তারা অ্যারোফ্লতের অভ্যন্তরীণ নেটওয়ার্কের কিছু স্ক্রিনশট প্রকাশ করেছে। এমনকি বিমান সংস্থাটির যাত্রীদের ব্যক্তিগত তথ্য অর্থাৎ যারা কখনও অ্যারোফ্লতে চড়েছেন, তাদের সব তথ্য ফাঁস করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার বিষয়টি নিশ্চিত করেছে মস্কো। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরই মধ্যে একটি তদন্ত শুরু করেছে।
রুশ পার্লামেন্ট সদস্য আন্তন গোরেলকিন বলেন, “আমরা একটি সুপরিকল্পিত ডিজিটাল হামলার শিকার হয়েছি। যারা এ হামলার দায় স্বীকার করেছে, তাদের পেছনে শত্রুরাষ্ট্রগুলোর মদদ থাকতে পারে।” সূত্র: রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া
বিডি প্রতিদিন/একেএ