চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অভিযান চালিয়ে বিপুল সিগারেট এবং আমদানি নিষিদ্ধ ডিউ ক্রিম জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে সংযুক্ত আবর আমিরাতের দুবাই থেকে আসা ইউএস বাংলার একটি ফ্লাইটে যৌথ এ অভিযান পরিচালনা করে কাস্টমস এবং এনএসআই টিম।
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, দুবাই থেকে আসা ফেনীর নুর নবী এবং চট্টগ্রামের মিজানুর রহমান ইমিগ্রেশন শেষে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় কাস্টমস এবং এনএসআই ব্যাগেজ স্ক্যানিং করে। এ সময় দুই জনের ব্যাগেজ থেকে ১৯০ কার্টুন প্ল্যাটিনাম সিগারেট এবং ৯২০ কৌটা পাকিস্তানি ডিউ ক্রিম জব্দ করা হয়। তারা প্রথম বারের মত এধরণের অপরাধ করায় পাসপোর্ট নথিভুক্ত সর্তক করে ছেড়ে দেয়া হয়। ভবিষ্যতে এ ধরণের ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/নাজমুল