বাংলাদেশ বিমান বাহিনীর ৮৬তম বাফা কোর্স, ডিরেক্ট এন্ট্রি-২০২৫এ, এসপিএসএসসি-২০২৫এ এবং বিএলপিসি-২০২৫এ কোর্সের নবনিযুক্ত কর্মকর্তাদের কমিশন প্রদান উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (গ্রীষ্মকালীন)-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) যশোরে অবস্থিত বিমানবাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে এ আয়োজন করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং নবনিযুক্ত কর্মকর্তাদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।
এই কুচকাওয়াজে অফিসার ক্যাডেট মুতাসিম বিল্লাহ তানিম সার্বিক কৃতিত্বের জন্য 'সোর্ড অব অনার' এবং জেনারেল সার্ভিস প্রশিক্ষণে কৃতিত্বের জন্য 'কমান্ড্যান্টস্ ট্রফি' লাভ করেন। অফিসার ক্যাডেট তাকি তাহমিদ নিলয় উড্ডয়ন প্রশিক্ষণে শ্রেষ্ঠত্বের জন্য 'বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি' এবং অফিসার ক্যাডেট মাহাদী হাসান তালহা গ্রাউন্ড ব্রাঞ্চে সেরা কৃতিত্বের জন্য 'বিমান বাহিনী প্রধানের ট্রফি' অর্জন করেন।
এই গ্রীষ্মকালীন টার্মে 'বীর উত্তম এ কে খন্দকার স্কোয়াড্রন' চ্যাম্পিয়ন স্কোয়াড্রন হিসেবে ঘোষণা পেয়ে একাডেমি পতাকা লাভ করে।
প্রধান অতিথি তার বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন কিলো ফ্লাইটের সদস্যদের, যারা সাহসিকতার সঙ্গে বিমান হামলা পরিচালনার মাধ্যমে মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকা রেখেছেন। তিনি বলেন, দেশের প্রয়োজনে বাংলাদেশ বিমান বাহিনী সবসময় একটি দৃঢ়, সুসংগঠিত ও দেশপ্রেমিক বাহিনী হিসেবে ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, প্রশিক্ষণের মান বৃদ্ধিতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক বিমান, সিমুলেটর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ কাঠামো। বিমান বাহিনীর এই একাডেমিতে ইতোমধ্যেই ৩০ জন বিদেশি ফ্লাইট ক্যাডেট সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
এই অনুষ্ঠানের মাধ্যমে একজন নারী অফিসার ক্যাডেটসহ মোট ৪৫ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। আনুষ্ঠানিক কুচকাওয়াজের নেতৃত্ব দেন একাডেমি সিনিয়র আন্ডার অফিসার মো. মুতাসিম বিল্লাহ তানিম।
অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় ফ্লাইপাস্ট, অ্যারোবেটিক ডিসপ্লে এবং প্যারাট্রুপারদের হেলিকপ্টার থেকে চমকপ্রদ প্যারা জাম্পিং, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে দেশি-বিদেশি কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নব-নিযুক্ত কর্মকর্তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/মুসা