নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজের যাত্রা শুরু
দেশের বাজারে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে নাসির গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পাওয়ার্ড বাই নাসির ফ্লোট গ্লাস)। রাজধানীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু-তে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে লোগো উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন নাসির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাসিম বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই প্রশাসক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নাসির গ্রুপের উপদেষ্টা (সাবেক সচিব) মোহাম্মদ নজরুল ইসলাম। এ ছাড়া দেশবরেণ্য স্থপতি, সারা দেশ থেকে আগত পরিবেশকগণ এবং নাসির গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ট্রাস্ট ব্যাংক-বিকাশ চুক্তি সই
গ্রাহকের ডিজিটাল লেনদেনে আরও স্বাচ্ছন্দ্য ও সক্ষমতা বাড়াতে ট্রাস্ট ব্যাংক ও বিকাশ যৌথভাবে আরও নতুন সেবা প্রদানের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে। ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহসান জামান চৌধুরী এবং বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর উপস্থিতিতে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে চুক্তিপত্র হস্তান্তর করেন ট্রাস্ট্র ব্যাংকের জেনারেল সার্ভিস অ্যান্ড সিকিউরিটি ডিভিশন হেড ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুন অর রশীদ (অব.) এবং বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
![ কর্পোরেট কর্নার [Click and drag to move] ](https://cdn.bd-pratidin.com/public/news_images/share/photo/shares/Print/2025/August-19-08-2025/BP-25'08'18-3.jpg)
ইংলিশ প্রিমিয়ার লিগের সব ম্যাচ টফিতে
২০২৫-২৬ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি। বাংলালিংকের ডিজিটাল পোর্টফোলিওর অংশ এ প্ল্যাটফর্মটি শুরু হওয়া ইপিএল-এর ৩৮০টি ম্যাচ সরাসরি সম্প্রচারের ডিজিটাল স্বত্ব কিনে নিয়েছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল লিগের রোমাঞ্চ এখন সরাসরি নিজেদের মোবাইল ও ডিজিটাল ডিভাইসে উপভোগ করবেন বাংলাদেশের দর্শকরা। ফুটবলপ্রেমীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে টফির এ উদ্যোগ।
![ কর্পোরেট কর্নার [Click and drag to move] ](https://cdn.bd-pratidin.com/public/news_images/share/photo/shares/Print/2025/August-19-08-2025/BP-25'08'18-4.jpg)
এশিয়া’স বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড বার্জার পেইন্টস
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডকে ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস ‘এশিয়া’স বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড ২০২৫’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ অর্জন বার্জারের কর্মীদের পরিশ্রম, আন্তরিকতা ও অসাধারণ টিমওয়ার্কের ফল। আর এই সম্মিলিত প্রয়াসের কারণেই বার্জার প্রতিদিন হয়ে উঠেছে এক অনুপ্রেরণামূলক এবং ভালোবাসার কর্মস্থল।-বিজ্ঞপ্তি