একুশ ব’লে কথা!
তুমি আমি নাহয় হলাম ষাটোর্ধ্ব অযথা।
একুশ মানেই একুশে পা কৃষ্ণচূড়া গুচ্ছ
হাত ফসকে হাতের পরশ ভিড়ভাট্টায় খুঁজছ
একুশ ব’লে কথা!
তোমার কাব্য মাতিয়ে দিল আমারটা ব্যর্থতা
একুশ মানে একাডেমির বিরান মঞ্চগুলো
তোমার আমার তিন একুশে ত্রিকাল দেখা ধুলো।
একুশ ব’লে কথা!
আমার শাড়ি তোমার চটির অলীক কথকতা
মেলার মাঠে হোঁচট খেলে হাত বাড়িয়ে তোলো
তুমি আমি ষাটোর্ধ্ব তাও একুশ কেন বলো?