বেনোজলে চরকি ঘোরাও জলপোকা
জল-জ্যোস্না রাতে জোনাক হতে পারলে না
লক্ষ্যভ্রষ্ট তীর নিশ্চিত যায় না রোখা
জল-জ্যোস্না র ষোলকলা পূর্ণ হলো না!
ঘোরলাগা এক ঘোরের ভেতর
সময় রোপণ করে বিষবৃক্ষের চারা
ঘোর কাটতেই জমিনজুড়ে দিচ্ছে তাড়া
চোরাবালি জল-জ্যোস্নায় পুলকিত অন্তর!
বেনোজলে ঘোরলাগা বোশেখে উধাও সচিত্র
প্রান্তর, ধু ধু চারদিক, শিহরিত মেঘের মিত্র
অলীক দেবীর জলকেলি, জ্যোস্না -জলের পদ্ম
জলের তলায় বিবাগি প্রেম ঘানি টানা গদ্য!