ভোলার প্রবীণ সাংবাদিক ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার দুপুর ৩ টায় তিনি ঢাকার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ৮৪ বছর বয়সী এই প্রবীণ সাংবাদিক মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এম. হাবিবুর রহমান বাংলাদেশ বেতার খুলনা এবং পরবর্তীতে বরিশাল বেতারের সাবেক ভোলা সংবাদদাতা, ভোলা থেকে প্রকাশিত দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল