দিনাজপুর-৬ আসনে ধানের শীষের শক্তি প্রদর্শনে হাকিমপুরে এক নজরকাড়া মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও আসনটির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সমর্থনে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সোমবার দুপুরে হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠ থেকে যাত্রা শুরু করে প্রায় দুই হাজার মোটরসাইকেলের বিশাল বহর। হাকিমপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোডাউনটি। পুরো শোভাযাত্রাজুড়ে ‘ধানের শীষ বিজয় চাই’, ‘গণতন্ত্র ফিরিয়ে দাও’সহ নানা স্লোগানে মুখর ছিল পরিবেশ। পথে পথে অনেক স্থানীয় মানুষ দাঁড়িয়ে শোভাযাত্রাকে স্বাগত জানান।
হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ‘দিনাজপুর-৬ আসনে আমাদের প্রিয় নেতা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধ। দুই হাজারের বেশি মোটরসাইকেলের অংশগ্রহণই প্রমাণ করে, হিলিতে ধানের শীষের প্রতি মানুষের ভালোবাসা কত গভীর।’
উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, ‘এটি ছিল শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ শোভাযাত্রা। ধানের শীষের প্রচার আরও বেগবান করতেই এই আয়োজন। জনগণের আশাবাদ ও আস্থা যে বিএনপির দিকেই রয়েছে, আজকের শোডাউন তা আরও স্পষ্ট করে দিয়েছে।’
বিডি-প্রতিদিন/সুজন