পাবনার সাঁথিয়া উপজেলায় ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে।
রবিবার গভীর রাতে সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া শাখায় এ ঘটনা ঘটে। সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের ক্ষেতুপাড়া শাখার সাইনবোর্ডে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো সাইনবোর্ড পুড়ে যায়। এ সময় তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতেও শোনা যায়।
ওসি আনিসুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্যাংকের সীমানা প্রাচীরের ওপর থাকা ডিজিটাল সাইনবোর্ডে আগুন দেওয়া হয়েছে। তিনি মনে করেন, সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। আনুমানিক রাত ২টার দিকে ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত নয়।
তিনি আরও জানান, ব্যাংকের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
বিডি-প্রতিদিন/মাইনুল