পাকিস্তানের সিন্ধু প্রদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামাবাদ। রবিবার এক বিবৃতিতে রাজনাথের এই মন্তব্যকে ‘বিভ্রান্তিকর, ইতিহাস বিকৃতকারী ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি’ বলে আখ্যা দেয় পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর (এফও)। খবর জিও নিউজের।
প্রতিবেদনে জানানো হয়, ভারতীয় সংবাদমাধ্যমগুলো এর আগে রাজনাথ সিংহের উদ্ধৃতি দিয়ে বলেছিল, ‘সিন্ধুর ভূমি ভারতের অংশ নয়, কিন্তু সভ্যতার দিক থেকে, সিন্ধু সর্বদা ভারতের অংশ থাকবে। ভূমির ক্ষেত্রে, সীমানা পরিবর্তন হতে পারে। কে জানে, আগামীকাল সিন্ধু আবার ভারতে ফিরে আসতে পারে।’
ভারতীয় সংবাদমাধ্যমের মতে, সিং আরও দাবি করেছেন, তার প্রজন্মের সিন্ধুর হিন্দুরা কখনই প্রদেশটির সাথে পাকিস্তানের যুক্ত হওয়াকে পুরোপুরি মেনে নেয়নি। এক বিবৃতিতে, পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর (এফও) বলেছে, সিং-এর বক্তব্য ‘সম্প্রসারণবাদী মানসিকতা’ প্রতিফলিত করে যা আন্তর্জাতিক আইনকেও লঙ্ঘন করে। এছাড়া তার বক্তব্য স্বীকৃত সীমানাকে চ্যালেঞ্জ করে এবং রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করে।
বিবৃতিতে ভারতীয় নেতাদের উস্কানিমূলক বক্তব্য বন্ধ করার এবং এর পরিবর্তে ভারতের নিজস্ব নাগরিকদের, বিশেষ করে দুর্বল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার দিকে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছে।
এতে বলা হয়, ভারতের উচিত তার উত্তর-পূর্বাঞ্চলের দীর্ঘস্থায়ী সমস্যার দিকেও মনোযোগ দেয়া, যেখানে সম্প্রদায়গুলো প্রান্তিকীকরণ, পরিচয়-ভিত্তিক নিপীড়ন এবং রাষ্ট্র-সৃষ্ট সহিংসতা ভোগ করছে।
কাশ্মীরের বিষয়ে অবস্থান পুনর্ব্যক্ত করে বিবৃতিতে বলা হয়, পাকিস্তান নয়াদিল্লিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষার সাথে সঙ্গতি রেখে জম্মু ও কাশ্মীর বিরোধ সমাধানের জন্য বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে, এফও আরও বলেছে, পাকিস্তান ন্যায়বিচার এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে শান্তিপূর্ণ বিরোধ সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তবে তার নিরাপত্তা, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা অব্যাহত রাখবে।
বিডি-প্রতিদিন/শআ