ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এভাবে বলিনি।’
আজ শুক্রবার দলের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিকালে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নাহিদ ইসলাম বলেন, ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এভাবে বলিনি। বলেছি, পুলিশ যে নাজুক অবস্থায় আছে সেই অবস্থায় থেকে নির্বাচন সম্ভব না।’
এদিকে আগামী জাতীয় নির্বাচনের জন্য এনসিপির নেতারা মানসিকভাবে প্রস্তুত বলেও জানিয়েছেন দলের আহ্বায়ক।
এনসিপি আহ্বায়ক বলেন, ‘নির্বাচন করার আগে আমাদের অবশ্যই পুলিশিং ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। সেটার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও সামাজিক শক্তিগুলোকেও এগিয়ে আসতে হবে ও সহযোগিতা করতে হবে।’
জাতীয় নির্বাচনের পাশাপাশি এনসিপির পক্ষ থেকে গণপরিষদ নির্বাচনের দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ