দেশের বিশ্বমানের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ও অথেনটিক ডার্মো কসমেটিকস সেবাদানকারী প্রতিষ্ঠান বায়োজিন কসমেসিউটিক্যালস এবার সাভারে তাদের নতুন শাখা চালু করছে।
শনিবার সাভারের জলেশ্বর শিমুলতলার এম.কে. টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে শুরু হবে এর কার্যক্রম। উদ্বোধন উপলক্ষে ট্রিটমেন্ট ও প্রোডাক্টে থাকছে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়।
নতুন শাখায় পাওয়া যাবে বায়োজিনের নিজস্ব ব্র্যান্ড ‘বায়োকেয়ার’-এর ন্যাচারাল স্কিনকেয়ার প্রোডাক্ট, নিরাপদ বিউটি সাপ্লিমেন্টস, স্মার্ট লাইফস্টাইল সামগ্রী এবং ইউরোপিয়ান অথেনটিক ডার্মো কসমেটিকস। পাশাপাশি থাকবেন অভিজ্ঞ ডাক্তার ও নিউট্রিশনিস্ট, যারা গ্রাহকের ত্বকের ধরন অনুযায়ী পরামর্শ দেবেন।
সাভারে শাখা চালুর খবরে স্থানীয় নারীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। তারা মনে করছেন, মানসম্পন্ন স্কিন ও হেয়ার ট্রিটমেন্ট এখন হাতের নাগালে আসবে। দেশে আস্থার প্রতীক হিসেবে পরিচিত বায়োজিন এবার সাভারে খুলছে তাদের ১৮তম শাখা।
বিডি-প্রতিদিন/আশফাক