ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র কিনেছেন ১ হাজার ৪৮৪ জন। গতকাল সকাল থেকে ‘শাপলাকলি’ প্রতীকে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে দলটির নির্বাচন পরিচালনা কমিটি। দুই দিনব্যাপী এ কার্যক্রম আজও চলবে। গতকাল বেলা সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন হলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, ‘চব্বিশের স্পিরিট ধরে রাখতে, গণ অভ্যুত্থানের প্রতিনিধিদের সংসদে যাওয়া উচিত। আমরা সংসদে গেলে সংস্কার বাস্তবায়নের জন্য কাজ করে যাব।’ প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরা সৎ প্রার্থী দিচ্ছি এটাই আমাদের চমক। এটাই বাংলাদেশের ৫৩ বছরের রাজনীতির ইতিহাসের সবচেয়ে বড় চমক।’ জানা গেছে, ১০টি সাংগঠনিক বিভাগ অনুযায়ী মনোনয়নপ্রত্যাশীদের পৃথকভাবে সাক্ষাৎকার নিচ্ছে এনসিপি। যোগ্যতা, দক্ষতা, রাজনৈতিক দর্শন, সাংগঠনিক সক্ষমতা এবং জনগণের সঙ্গে তাদের সংযোগের ওপর ভিত্তি করে প্রার্থীদের মূল্যায়ন করা হবে। এ প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত প্রার্থী নির্বাচনের প্রাথমিক ধাপ সম্পন্ন করবে এনসিপি।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা সংবাদ সম্মেলনে বলেন, ‘মনোনয়নপ্রত্যাশীদের আজ (গতকাল এবং কাল (আজ) এখানে (আবু সাঈদ কনভেনশন হল) সাক্ষাৎকার চলবে। এরপর আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মতবিনিময় সভার কো-অর্ডিনেটর আবদুল্লাহ আল আমিন, ঢাকা বিভাগের সাংগঠনকি সম্পাদক সাইফুল্লাহ হায়দার, চট্টগ্রাম বিভাগের এস এম সুজা উদ্দিন, কুমিল্লা বিভাগের মো. আতাউল্লাহ, খুলনা বিভাগের ফরিদুল হক, রংপুর বিভাগের ড. আতিক মুজাহিদ, রাজশাহী বিভাগের ইমরান ইমন, সিলেট বিভাগের এহতেশাম হক, ময়মনসিংহ বিভাগের আশেকিন আলম, ফরিদপুর বিভাগের নিজাম উদ্দীন ও বরিশাল বিভাগের অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।