পুরান ঢাকার আদালতের পাশে শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুন হত্যাকাে র পাঁচ দিন পর মামলা হয়েছে। গতকাল মামুনের স্ত্রী বিলকিস আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় দুই শুটারসহ পাঁচজনকে গ্রেপ্তার করে অস্ত্র মামলায় ডিবি পুলিশ রিমান্ডে নিলেও হত্যা মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। পুলিশ বলার পরও মামলার বাদী হত্যাকারীদের নাম উল্লেখ করতে চাননি বলে জানা গেছে। ডিএমপির সূত্রাপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করে নিহত মামুনের স্ত্রী একটি হত্যা মামলা দায়ের করেছেন। তিনি মামলায় কোনো নাম উল্লেখ করতে চাননি। কারণ হিসেবে বলেছেন, তিনি হত্যাকারীদের কাউকে চেনেন না। আমরাও তাকে কোনো চাপ দিইনি। কারণ মামলার তদন্তে জড়িতদের নাম উঠে আসবে। বাদী চাইলে পরে আবেদন করে মামলায় নাম উল্লেখ করতে পারবেন। ডিবির হাতে গ্রেপ্তারদের বিষয়টি বিলকিস আক্তার অবগত আছেন বলে জানিয়েছেন আমাদের।
উল্লেখ্য, আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বের জেরে গত সোমবার মামুনকে পুরান ঢাকার আদালতপাড়ার কাছে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ফটকে প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার পর মূল শুটার ফারুক ও রবিন, রুবেল, শামীম আহম্মেদ ও মো. ইউসুফ ওরফে জীবন গ্রেপ্তার হয়। তাদের কাছ থেকে কিলিং মিশনে ব্যবহৃত দুটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
অস্ত্র আইনে মোহাম্মদপুর থানায় হওয়া মামলায় তারা ডিবি পুলিশের কাছে চার দিনের রিমান্ডে রয়েছে।