জামালপুরে ব্যাটারিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে এক শিশুসহ আরও চারজন। গতকাল দুপুরে সদর উপজেলার জামালপুর অর্থনৈতিক অঞ্চলের সামনে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তিরা হলেন সরিষাবাড়ী উপজেলার সানাকৈর এলাকার হায়দার আলীর ছেলে রাশেদ (৩০), উচ্চগ্রাম এলাকার শরিফ আহমেদের স্ত্রী আরিফা আক্তার পলি (২৮), জামালপুর সদর উপজেলার নারায়ণপুর এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে চান মিয়া (৬২) ও অজ্ঞাত এক নারী। স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে দিগপাইতগামী কাভার্ডভ্যানের সঙ্গে জামালপুরগামী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাশেদ নিহত হন। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে পলিসহ অপর এক অজ্ঞাত নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চান মিয়া মারা যান। এদিকে গুরুতর আহত এক শিশুসহ চারজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। আহতরা হলেন- দুর্ঘটনায় নিহত পলির ছেলে আরশ (৭), জামালপুর সদর উপজেলার কাষ্টসিংগা গ্রামের অটোরিকশাচালক জাহাঙ্গীর আলম (৪০), দিগপাইত এলাকার সাদিকা আক্তার (২৫) ও নারায়ণপুর এলাকার সন্ধ্যা বেগম (৫০)।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটি পালিয়ে যায়। পরে স্থানীয়রা দিগপাইত এলাকায় ভ্যানটিকে আটক করেন, কিন্তু চালক পালিয়ে গেছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।