কুমিল্লার বুড়িচংয়ে মা-মেয়ের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, আর্থিকসংকট, এনজিওর ঋণের চাপ ও দীর্ঘদিনের অসুস্থতায় বিপর্যস্ত হয়ে তারা বিষ পানে মারা গেছেন। গতকাল সকালে ময়নামতি ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জালালপুর গ্রামের নমিতা রানী পাল (৪২) ও তার মেয়ে তন্বী রানী পাল (১৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত জীবন চন্দ্র পালের স্ত্রী নমিতা রানী পালের তিন মেয়ে। দুই মেয়ের বিয়ে হয়েছে। ছোট মেয়ে তন্বী অবিবাহিত এবং পড়ালেখা করতেন। স্থানীয় দেবপুর স্পিনিং মিলে চাকরি করে সংসার চালাতেন নমিতা। গত দুই মাস ধরে অসুস্থতার কারণে তিনি কাজে যেতে পারছিলেন না। এতে তার আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় সংসার খরচ চালানো কঠিন হয়ে ওঠে। পাশাপাশি, বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে পরিবারটি প্রচণ্ড মানসিক চাপে ছিল। গতকাল সকালে মা ও মেয়ে দুজনেই বিষ পান করেন। প্রতিবেশীরা তাদের কুমিল্লা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে লাশ বাড়িতে নিয়ে আসা হয়।
এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত স্টাফ মো. ফরহাদ হোসেন ভূঁইয়া বলেন, নমিতা রানী পাল ও তন্বী রানী পাল নামের দুজনকে হাসপাতালে আনার পথেই মারা যাওয়ায় স্বজনরা লাশ নিয়ে চলে গেছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভাব, ঋণ ও অসুস্থতার কারণে মা-মেয়ে আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।