রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে পুলিশের বেশ কয়েকটি অস্ত্র, গোলাবারুদ ও ওয়াকিটকি উদ্ধার এবং দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন- মো. রবিউল ইসলাম ও শরিফুল ইসলাম শান্ত। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা করছিলেন। উদ্ধার হওয়া এসব অস্ত্র পুলিশের। গ্রেপ্তারকৃতরা অস্ত্র থেকে পুলিশের নম্বর মুছে ফেলেছেন। অস্ত্র ফরেনসিক করে বিষয়টি নিশ্চিত করা হবে। গতকাল রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাজারীবাগ থানার বারৈইখালী বাজার এলাকার একটি বাড়িতে কয়েকজন দুষ্কৃতকারী সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা করছে বলে জানা যায়। পরে সেখানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেখানো মতে বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে একটি শটগান, দুটি এয়ারগান, দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ২০টি খালি খোসা, ১৮০টি ইয়ারবল, ২৫০টি ইয়ার প্লেট, একটি ক্লিনিং কিটসহ ব্যাগ, দুটি ওয়াকিটকি সেট, একটি চাপাতি, একটি সামুরাই ও দুটি মোবাইল উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা রাজধানীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা করছিলেন। তারা যুবলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেনের নেতৃত্বে মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছিলেন। গ্রেপ্তার রবিউলের বিরুদ্ধে খুলনা সদর ও রাজধানীর কাফরুল থানায় দুটি মাদক মামলা রয়েছে।
তিনি জানান, পুলিশের লুট হওয়া প্রায় ১ হাজার ৩৫৭টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। তবে ইতোমধ্যে ৭০-৮০ শতাংশ উদ্ধার হয়েছে। গত মাসেও তিনটি পিস্তল উদ্ধার করা হয়েছে। আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি, বাকি অস্ত্রগুলোও উদ্ধার করতে সক্ষম হব। আশা করি জাতীয় নির্বাচনের আগে এসব অস্ত্র উদ্ধার করা হবে। পাহাড়ে সাম্প্রতিক অশান্তির বিষয়ে তিনি বলেন, খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে অশান্ত পরিস্থিতি তৈরি করা হয়। যদিও দ্রুত আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল, তার পরও পরিস্থিতিকে বড় আকার দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর পেছনে ইন্ধন আছে কি না তা তদন্ত করা হচ্ছে। বিদেশি কোনো অপশক্তির সংশ্লিষ্টতা আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
নির্বাচনি প্রস্তুতির বিষয়ে র্যাব ডিজি বলেন, আসন্ন নির্বাচন ঘিরে র্যাবের বিশেষ প্রস্তুতি চলছে। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার অব্যাহত আছে। পাশাপাশি নির্বাচনকালীন দায়িত্ব পালনে র?্যাব সদস্যদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
নির্বাচন বানচাল করতে সরকারবিরোধীরা ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক শহিদুর রহমান। তিনি বলেন, এসব ষড়যন্ত্র মোকাবিলায় র?্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে ২৮১টি টহল দল নিয়োজিত।