মিয়ানমারের রাখাইন রাজ্যভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির একজন সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন। কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী বিওপির সীমান্ত এলাকায় ৬৪ বিজিবির ডিউটি পোস্টে আত্মসমর্পণ করেন তিনি। গতকাল সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাঁর নাম জীবন তঞ্চঙ্গ্যা (২১)। তিনি নাইক্ষ্যংছড়ির গর্জবুনিয়ার চিংমং তঞ্চঙ্গ্যার ছেলে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জীবন তঞ্চঙ্গ্যা আরাকান আর্মির সদস্য ছিলেন বলে জানিয়েছেন। ব্যক্তিগত নিরাপত্তাসংক্রান্ত কারণে তিনি মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন।