আজ মহাষ্টমী। সকাল থেকেই কলকাতা ও পশ্চিমবঙ্গসহ ভারতের নানা প্রান্তে চলছে কুমারী পূজা, অঞ্জলি আর স্তোত্রপাঠ। এদিন দক্ষিণ কলকাতার বড়িশা প্লেয়ার্স কর্নারের পাড়ার পূজা মণ্ডপে স্ত্রী ডোনা গাঙ্গুলীকে সঙ্গে নিয়ে অঞ্জলি দিলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
অঞ্জলি দেওয়ার পর সৌরভ ক্লাব সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। যদিও গণমাধ্যমের সামনে কিছু বলেননি তিনি, তবে স্ত্রী ডোনা সবাইকে পূজোর শুভেচ্ছা জানান। তিনি বলেন, পূজো যেন সবার ভালো কাটে। পূজো দিলাম, অঞ্জলি দিলাম। খাওয়া-দাওয়া আর অতিথি আপ্যায়ন নিয়েই কটা দিন কেটে যাবে।
তিনি আরও বলেন, "এবার কন্যা সানা বাড়িতেই রয়েছে, তাই এ বছরের পূজোটা আরও স্পেশাল।"
এদিকে অষ্টমীর পুষ্পাঞ্জলিতে ভক্তদের ঢল নামে কলকাতার নানা পূজা মণ্ডপে। ভিড় নিয়ন্ত্রণে রাখতে অনেক জায়গায় তিন দফায় অঞ্জলির ব্যবস্থা করা হয়।
প্রথা অনুসারে হুগলির বেলুড়মঠে পালিত হয়েছে কুমারী পূজা। এবারের কুমারী ছিলেন ৫ বছর বয়সী শ্রীনিকা মুখোপাধ্যায়। সকাল ৯টায় শুরু হওয়া এ আয়োজনে বিপুল ভক্তসমাগম হয়। দিনব্যাপী বিশেষ খিচুড়ি ভোগের ব্যবস্থাও রাখা হয়েছে।
তবে বেলা বাড়তেই কালো মেঘে ঢেকে যায় কলকাতার আকাশ। হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টিতে দর্শনার্থীরা প্যান্ডেলে আটকা পড়লেও বৃষ্টি থামতেই ফের ভিড়ে মুখর হয়ে ওঠে শহরের রাজপথ। ঢাকের বাদ্য আর মন্ত্রোচ্চারণে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে প্রতিটি পূজা মণ্ডপে।
বিডি প্রতিদিন/হিমেল