ডেঙ্গুর করালগ্রাস থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে বরগুনা। মৌসুমের শুরু থেকেই প্রান্তিক এলাকাটি অস্বাভাবিকভাবেই ডেঙ্গুর প্রকোপ দেখা যায়।
মঙ্গলবার জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে বরগুনা জেনারেল হাসপাতালে ১ একজন এবং আমতলী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ১ জনসহ নতুন করে ২ মারা গেছে। এ নিয়ে জানুয়ারি থেকে সেপ্টেম্বর ৩০ তারিখ ৯ মাসে ১৪ জনের মৃত্যু হয়েছে।
আর এসময় জেলায় স্বাস্থ্য বিভাগের হিসাবমতে আক্রান্ত ৭ হাজার ৪৭১ জন। সোমবার রাতে আমতলী হাসপাতালে এবং মঙ্গলবার সকাল বরগুনা হাসপাতালে মারা যান। বেসরকারী হিসাবে মৃত্যুর সংখ্যা ৪০ এর মত।
বিডি প্রতিদিন/নাজমুল