নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে সোহেল আহমেদ (৩২) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। গতকাল সকালে ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে। সোহেল ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও বালিয়াপাড়া গ্রামের মকবুলের ছেলে।
স্থানীয়রা জানান, সোহেল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ক্ষমতার দাপটে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হলে সোহেল গা-ঢাকা দেন। সম্প্রতি এলাকায় ফিরে তিনি আবারও চাঁদাবাজি শুরু করেন। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সোহেল নিহত হন। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন বলেন, সোহেলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। কয়েক দিন আগেও বিক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। গতকাল হাজারো লোক গণপিটুনি দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।