আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন গাড়ি কেনার প্রক্রিয়া এরই মধ্যে শুরু করে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে তাদের জন্য রাজধানীতে আবাসনের বিষয়েও কার্যক্রম শুরু করে দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। নতুন সরকার গঠিত হলে যেন তাৎক্ষণিকভাবে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের যানবাহন ও আবাসন নিয়ে জটিলতা তৈরি না হয়, সেজন্য আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সূত্র জানিয়েছে। সূত্র জানায়, গাড়ির বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ একটি আন্তমন্ত্রণালয় বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়, অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন। অন্যদিকে আগামী সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের রাজধানীতে আবাসন নিশ্চিতে নতুন বাসা চিহ্নিত করতে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের কমিটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন শেষে গত ২০ জুলাই একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে। সবমিলিয়ে আগামী সরকার গঠনের আগে থেকেই প্রশাসনিক ও অবকাঠামোগত প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। এ বিষয়ে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে। সেই হিসেবে সময় আছে আর ছয় মাস। নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে যেন তাৎক্ষণিকভাবে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের যানবাহন ও আবাসন নিয়ে জটিলতা না হয়, সেজন্য আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটি একটি রুটিন প্রশাসনিক কার্যক্রম, যাতে নতুন সরকারের কাজ শুরুর সময় কোনো ধরনের বিঘ্ন না ঘটে।
শিরোনাম
- সীমান্ত এলাকায় ছুরিকাঘাতে নিহত দোকানদার, আটক ১
- মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
- গণঅভ্যুত্থান দিবসে লক্ষ্মীপুরে বিএনপির বিজয় র্যালি
- কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস
- সাজেকে পাহাড়ি ঢলে সড়ক ডুবে আটকা কয়েকশ পর্যটক
- বিনিয়োগে ওয়েট অ্যান্ড সির বছর পার
- গণ-অভ্যুত্থানের অর্জনকে বিভক্ত করা হচ্ছে : সাইফুল হক
- প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেছে : সালাহউদ্দিন
- মাগুরায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- দীর্ঘ ১৭ বছর আন্দোলনের ফসল নির্বাচন : শেখ মজিবুর রহমান
- টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
- কুবিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালিত
- খাগড়াছড়িতে বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ
- কাহালুতে বিজয় র্যালি ও সমাবেশে জনস্রোত
- কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের কবর জিয়ারত ও দোয়া
- পটুয়াখালীতে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মিলন
- শাবিপ্রবিতে হযরত শাহজালাল (রহ.)-এর নামে কর্নার স্থাপন
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থান স্মরণে দিনব্যাপী কর্মসূচি
- লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র্যালী
- ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা, কবরে পুষ্পমাল্য অর্পণ ও মুনাজাত
আজ আন্তমন্ত্রণালয় বৈঠক
নতুন সরকারের মন্ত্রীদের বাড়ি গাড়ির প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর