স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সার্ভিস ‘স্টারলিংক’-এ বিভ্রাটের ঘটনা ঘটেছে। এতে বিশ্বব্যাপী ৬০ লাখের বেশি ব্যবহারকারী প্রায় আড়াই ঘণ্টা ইন্টারনেট বিচ্ছিন্ন ছিলেন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সার্ভিসটির প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে সংবাদমাধ্যম আলজাজিরা।
স্টারলিংকের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলাসের বরাতে বলা হয়, এ বিভ্রাট প্রায় দুই ঘণ্টা ৩০ মিনিট স্থায়ী হয়। বিশ্বব্যাপী ৬০ লাখেরও বেশি ব্যবহারকারী এতে ক্ষতিগ্রস্ত হন। অভ্যন্তরীণ সফটওয়্যারে ত্রুটি থাকায় এ বিভ্রাট দেখা দেয়। আলজাজিরা বলছে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টা থেকে বিভ্রাট শুরু হয় বলে জানায় আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর। মূলত এ সাইটটি ইন্টারনেট বিভ্রাট ট্র্যাক করে। বৃহস্পতিবার সাইটটিতে ৬১ হাজারের বেশি বিভ্রাট রিপোর্ট জমা পড়ে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ইলন মাস্ক লেখেন, এ বিভ্রাটের জন্য দুঃখিত। স্পেসএক্স এর মূল কারণ খুঁজে বের করে তা চিরতরে সমাধান করবে।