নয়াদিল্লির নিকটবর্তী গুরগাঁওয়ে এক সপ্তাহ ধরে অভিযান চালিয়ে হরিয়ানা পুলিশ ২৫০ জন বাংলাভাষীকে আটক করেছে। আটকদের বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারী বলে দাবি করা হয়েছে।
পরে পুলিশ দাবি করেছে, আটকদের মধ্যে যাচাইবাছাই করে ১০ জনকে বাংলাদেশি ব্যক্তি বলে চিহ্নিত করা হয়, যাদের আজ রবিবারের মধ্যে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
এ ব্যাপারে নয়াদিল্লির বাংলাদেশ মিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানিয়েছে, যদি প্রমাণিত হয় আটক ব্যক্তিরা বাংলাদেশি- তাহলে তাদের ফেরত নেওয়া হবে। এর জন্য জোর করে পুশব্যাক করা উচিত নয়।
জানা গেছে, পুলিশ অভিযান চালিয়ে এ পর্যন্ত ৫০০-এর বেশি লোককে আটক করেছিল। তার মধ্যে অর্ধেকের বেশি মানুষকে ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। যারা পরিচয়পত্র দিতে পারছেন না তাদের আটক করা হচ্ছে।