রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ফজলে রাব্বি সুমন (২৬) নামের এক যুবক খুন হয়েছেন। গতকাল বেলা ১টার দিকে মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় শিকদার মেডিকেল পরে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা বলছেন, বোন তানিয়া আক্তারের বাসায় বেড়াতে এসে বখাটের ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হলেন সুমন। মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন্স) আবদুল আলীম বলেন, ‘স্থানীয় মুন্না নামের এক বখাটে এই ঘটনায় জড়িত বলে আমাদের কাছে তথ্য এসেছে। মুন্না চিহ্নিত ছিনতাইকারী ও মাদকাসক্ত। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’ ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। বোন তানিয়া আক্তার জানান, ‘সুমন পরিবার নিয়ে সাইনবোর্ড এলাকায় ভাড়া বাসায় থাকে। শনিবার বেলা ১১টার দিকে বুদ্ধিজীবী কবরস্থানের বিপরীত পাশে আমার বাসায় বেড়াতে আসে।’ তিনি বলেন, ‘আমি রান্না করার কাজে ব্যস্ত ছিলাম। তখন সুমন বাইরে ঘুরতে বের হয়। কিছু সময় পরে খবর পাই বুদ্ধিজীবী কবরস্থানের বিপরীত পাশে স্থানীয় বখাটে মুন্না নামের এক যুবক সুমনকে দেখে প্রথমে তার কাছে টাকা চায়, পরে তার কাছে থাকা মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে। তখন ধস্তাধস্তির একপর্যায়ে ডান পায়ে হাঁটুর ওপরের ঊরুতে ছুরিকাঘাতে আহত করে মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।’ সুমন ভোলার বোরহানউদ্দিন উপজেলার পথিয়া গ্রামের রিকশাচালক বশির আহমেদের ছেলে। বর্তমান সাইনবোর্ড এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুই ভাই, দুই বোনের মধ্যে তিনি সবার বড়। হার্ডওয়্যার দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন সুমন।
শিরোনাম
- তিন বিভাগে ভারি বর্ষণের আভাস
- ১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত হলেন সেই বন কর্মকর্তা
- দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- যে কারণে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না জাপান
- টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ, স্বপ্ন দেখছে কৃষক
- আইফোন ১৮ সিরিজে থাকবে না যে ফিচার
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে
- ক্ষতিগ্রস্ত শিল্পে স্বস্তি: ঋণের মেয়াদ বাড়বে সর্বোচ্চ ১০ বছর
- খাদ্য মূল্যস্ফীতি, দারিদ্র্য ও বৈষম্য
- যুক্তরাষ্ট্রে রপ্তানি ১৪ শতাংশ কমার শঙ্কা
- ইসলামী অর্থনীতিতে বাজারদর নির্ধারণের ন্যায়সংগত পথ
- খেলা ছিল হাতে, শেষ মুহূর্তেই ভেঙে গেল স্বপ্ন: রশিদ খান
- আবারও বেড়েছে স্বর্ণের দাম
- চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের শুভসূচনা
- ঢাকার ৪ অভিজাত আবাসিক এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা
- তিন দাবিতে ১৩ ঘণ্টা ধরে অনশনে জবি শিক্ষার্থীরা
- চতুর্থ ধাপে একাদশে ভর্তি: বাদ পড়াদের জন্য সুখবর
- নব্বই দশকের আলোচিত নায়িকা বনশ্রী নিঃসঙ্গেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
- সুপার ফোরের আশা বাঁচাল বাংলাদেশ, তবে এখন কী সমীকরণ?