রাজনৈতিক বিদ্বেষ চরম আকারে পৌঁছার কারণে প্রতি ১০ জনের মধ্যে চারজন (৪২ ভাগ) আমেরিকানই এখন দ্বৈত নাগরিকত্ব গ্রহণে আগ্রহী হয়ে উঠেছেন। শিকাগোভিত্তিক ‘দ্য হ্যারিস পোল’ পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২৮ বছরের কম বয়েসি অর্থাৎ ‘জেনারেশন জি’র ৬৩ ভাগ জানিয়েছে, তারা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতায় অতিষ্ঠ হয়ে উঠেছেন। কর্মসংস্থান এবং উপার্জিত আয়ের সঙ্গে দৈনন্দিন জীবনযাপনে যে ব্যবধান তৈরি হয়েছে- তা চিরচেনা আমেরিকার সঙ্গে মিলছে না। একই মনোভাব পোষণ করেছেন ২৯ থেকে ৪৪ বছর বয়েসি আমেরিকানের ৫২ ভাগ। তারা স্বপ্নের ভবিষ্যৎ রচনায় উপযোগী রাষ্ট্র হিসেবে কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইটালি, জাপান, মেক্সিকো, স্পেন, জার্মানি অথবা নিউজিল্যান্ডকে বেছে নিতে চান। গত ফেব্রুয়ারিতে সারা আমেরিকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পরিচালিত এ জরিপের পর্যালোচনার পর প্রকাশিত ফলাফল অনুযায়ী, জীবনযাত্রার ব্যয় বেড়েছে বলে মনে করছেন ৪৯ ভাগ, রাজনৈতিক নেতৃত্বের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছেন ৪৮ ভাগ এবং উচ্চমানের জীবনযাপনে আগ্রহীদের ৪৩ ভাগ দ্বৈত নাগরিকত্ব গ্রহণকে সঠিক বলে বিবেচনা করছেন।
এমনকি ধনী আমেরিকানরাও সামাজিক অস্থিরতার কারণে জীবনের শেষ দিনগুলো নিরাপদে অতিবাহিত করার জন্যে দ্বৈত নাগরিকত্ব গ্রহণে আগ্রহের কথা জানিয়েছেন।