ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের পরিত্যক্ত ভবনে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ তৈরির কাজ দ্রুতগতিতে চলছে। ভাগাড়ে পরিণত হওয়া গুলিস্তানের ভবনটি ঘষে মেজে পরিচ্ছন্ন করে তুলছেন শ্রমিকরা। তবে সরকারের পক্ষ থেকে ইনস্টিটিউট করার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার তাঁরা ভবনটি পরিষ্কারের কাজ শুরু করেছেন। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় ভবনটির ভিতরে ময়লা-আবর্জনায় এমন অবস্থা হয়েছে যে সেখানে ঢুকে কাজ করতে বেগ পেতে হচ্ছে। কার নির্দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে, সে বিষয়ে শ্রমিকদের পক্ষ থেকে কিছু জানা যায়নি। মাতবর আলী নামে এক শ্রমিক বলেন, ‘বুধবার আমরা কাজ শুরু করেছি। আজ (শুক্রবার) বন্ধের দিন বলে শ্রমিকরা ছুটিতে। কাল আবার কাজ শুরু হবে। ৩১ জুলাইয়ের মধ্যে ময়লা-আবর্জনা আমরা এখান থেকে সরিয়ে নিতে পারব।’ প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয় ছাত্র-জনতার রোষানলে পড়ে এবং আগুন ধরিয়ে দেওয়া হয় ১০ তলা ভবনটিতে। এর পর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এ ভবনে ময়লা-আবর্জনা জমেছে। ছিন্নমূল মানুষ, রিকশাচালক, ভ্যানচালক, পথচারীদের শৌচাগারে পরিণত হয়েছিল এটি, ভাসমান মানুষের নেশার আড্ডাও জমত এখানে। পাশাপাশি পট পরিবর্তনের পর বঙ্গবন্ধু অ্যাভিনিউর নাম পরিবর্তন করে মার্চে সড়কটির নাম রাখা হয় ‘শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ’।