মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। এছাড়া দগ্ধ হয়ে রাজধানীর সাতটি হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন।
শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শুক্রবার বিকেল সোয়া ৪ টা পর্যন্ত মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে। আর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫০ জন।
এতে জানানো হয়, হতাহতদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটউটে ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৫ জন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন, লুবনা জেনারেল হাসপাতালে ১ জন ও ইউনাইটেড হাসপাতালে ১ জনসহ মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে। আর, জাতীয় বার্ন ইনস্টিটউটে ভর্তি রয়েছেন ৪০ জন। এছাড়া, সম্মিলিত সামরিক হাসপাতালে ৮ জন, শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন ও জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে ১ জনসহ মোট ৫০ জন ভর্তি রয়েছেন।
সর্বশেষ আজ শুক্রবার দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাকিন নামে এক শিক্ষার্থী। মাকিনের বাড়ি গাজীপুর জেলা সদরের কোনাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে।
প্রসঙ্গত, গত ২১ জুলাই সকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় প্রতিষ্ঠানটির ক্লাসে উপস্থিত ছিলেন বহু শিক্ষার্থী ও শিক্ষক। এ ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।
বিডি প্রতিদিন/হিমেল