রাজধানীর ডেমরার সাইনবোর্ড শাপলা চত্বরসংলগ্ন ‘আল আকসা টাওয়ার’ নামে একটি নির্মাণাধীন ভবনে মোবাইল ফোন চুরির অভিযোগে গণপিটুনিতে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. সোয়াদুল ইসলাম সোয়াদ (১৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পূর্বহাটি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে সোয়াদের বাবা মো. মফিজুল ইসলাম বাদী হয়ে ডেমরা থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ডেমরার বড়ভাঙ্গা এলাকা থেকে অভিযুক্ত মো. আল মামুন নামে নির্মাণাধীন ভবনের এক ঠিকাদারকে গ্রেপ্তার করে। নিহতের বাবা মফিজুল ইসলাম জানান, ১৫ দিন আগে সোয়াদ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার থানারপাড়া এলাকায় তার খালার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার বিকালে আত্মীয়স্বজন ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারেন, তার ছেলের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রয়েছে। এরপর তারা সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন। তিনি অভিযোগ করেন তার ছেলেকে মোবাইল চুরির অপবাদ দিয়ে নির্মাণাধীন ভবনে আটকে রেখে পিটিয়ে হত্যা করা হয়েছে। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, সোয়াদ হত্যার ঘটনায় অভিযুক্ত ঠিকাদার আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে আরও ৮/৯ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।