চুরি ও মাদকের কারবারে অতিষ্ঠ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া গ্রামের বাসিন্দারা এবার রাস্তায় নেমেছেন। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে পূর্ব পাড়ার মিতালী ক্লাব মোড়ে তারা আয়োজন করেন পথসভা ও মানববন্ধন কর্মসূচি।
স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক বিশাল প্রতিবাদ সমাবেশে। গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রবীণ মুরব্বি আকরাম খান এবং সঞ্চালনায় ছিলেন গ্রামের বাসিন্দা হাবিবুল হক রাজ্জি।
সমাবেশে বক্তব্য দেন সরাইল থানার বিট পুলিশ অফিসার আব্দুর রশিদ, সমাজকর্মী আক্তার হোসেন ভূঁইয়া, ফজলে রাব্বি চপল ও নুরুজ্জামান জাবেদ, কলেজের প্রভাষক মাহবুব খান বাবুল। চুরির ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য দেন ইমাম হোসেন, সাহাদ আলী, আল আমীন ও নাসির।
অনুষ্ঠানে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় বিভিন্ন সামাজিক ও প্রবাসী সংগঠন। এর মধ্যে রয়েছে--দেওড়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন, বন্ধন যুব সংগঠন, মিতালী সমাজ কল্যাণ সংঘ, একতা সমাজ কল্যাণ সংঘ, প্রভাতী সমাজসেবা সমিতি, দূরন্ত পথিক সমাজকল্যাণ সংঘ, ভুঁইয়া ফাউন্ডেশন, দেওড়া ফুটবল একাডেমি, গরীব গায়েজ, নব দিগন্ত যুব সংঘ, ব্রাদার্স ফাউন্ডেশন এবং আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ।
বক্তারা বলেন, গ্রামের কিছু কিশোর-তরুণ মাদকের সাথে যুক্ত হয়ে পড়ছে এবং চুরির ঘটনা বেড়েছে। এসব অপকর্ম রোধে প্রশাসনের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ