নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুদের সাথে ঘুরতে এসে উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মোহাম্মদ শাহীন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দুপুর আড়াইটার দিকে শাহীনের মরদেহ উদ্ধার করে।
নিহত শাহীন রাজধানীর মুগদা এলাকার ইদ্রিস আলীর ছেলে। তিনি একটি ইন্টারনেট সার্ভিস সেন্টারে চাকরি করতেন।
নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের লিডার সিদ্দিকুর রহমান জানান, শুক্রবার রাজধানীর মতিঝিল মুগদা এলাকা থেকে শাহীন তার তিন বন্ধু নোবেল, সিফাত ও কাজির সঙ্গে সাইকেল চালিয়ে রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় ঘুরতে আসেন। সেখানে তারা চারজন সরকারি মুড়াপাড়া কলেজের পুকুরে গোসল করতে নামে।
এ সময় তারা সাঁতরে পুকুরের এপাড় থেকে ওপাড়ে যাওয়ার সময় পানিতে তলিয়ে যায় শাহীন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল দুপুর আড়াইটার দিকে তার মরদেহ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/হিমেল