নাটোর শহরতলীর হরিশপুর এলাকার নাটোর-ঢাকা মহাসড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাটোর জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আবির হোসেন (৪০) নিহত হয়েছেন। আহত হয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নাটোর জেলা শাখার সভাপতি ও নাটোর-০২ আসনের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সিদ্দিকী (৫০) এবং সাংবাদিক তোফাজ্জ্বল হোসেনের ছেলে সাকলাইন (১৫)। নিহত আবির হোসেন সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের লাকি মেম্বারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সাকলাইন নাটোর শহর থেকে বড়াইগ্রামের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা দেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী ও আবির হোসেনকে বহনকারী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় আবির হোসেনকে মৃত ঘোষণা করা হয় এবং তার
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের মৃত্যুতে ইসলামী আন্দোলন
বাংলাদেশ নাটোর জেলা শাখা ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/এএ