শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বন্যহাতির আক্রমণে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতের এ ঘটনায় মৃতরা হলেন- উপজেলার কাংশা ইউনিয়নের পূর্ব গান্দিগাঁও গ্রামের আবদুল হাকিমের ছেলে আকাশ মিয়া (৪০) ও বড়গজনী গ্রামের সোহান মারাকের ছেলে এফিলিস মারাক (৫২)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে কাংশা ইউনিয়নের গজনী দরবেশতলায় পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে একটি বন্যহাতি লোকালয়ে চলে আসে। হাতিটি তেড়ে এসে আকাশকে শুঁড় দিয়ে পেঁচিয়ে ওপর দিকে ছুড়ে মারে। মাটিতে পড়ে গেলে হাতির পায়ে পিষ্ট হয়ে গুরুতর আহত হন আকাশ। স্থানীয়রা তাকে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে, উপজেলার গজনী পাহাড়ের টিলায় তিন থেকে চার দিন ধরে ২০-৩০টি বন্যহাতি দল বেঁধে অবস্থান করছিল। মঙ্গলবার রাত ১১টার দিকে এফিলিস মারাক তার তিন বন্ধুকে নিয়ে বাঁকাকুড়া গ্রাম থেকে হেঁটে বড়গজনী এলাকায় বাড়ি ফিরছিলেন। এ সময় বাঁকাকুড়া শালবনে রাস্তা ধরে এগোতে থাকলে বন্যহাতির একটি দল তাঁদের তাড়া করে। তিন বন্ধু দৌড়ে নিরাপদ জায়গায় চলে গেলেও এফিলিসকে হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে ছুড়ে মারে। মাটিতে পড়ে গেলে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান এফিলিস।
রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল করিম জানান, বন বিভাগ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।