যশোরে প্রতারণার পাঁচ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি শেখ মোহাম্মদ শাহাবুদ্দিন ওরফে জাদুকর শাহাবুদ্দিনকে (৫০) গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। শনিবার দিবাগত রাত একটার দিকে চৌগাছা উপজেলার দেবীপুর বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের মৃত গোলাম কাউছারের ছেলে।
যশোর পুলিশের মুখপত্র অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, শেখ মোহাম্মদ শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে অনেকের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে ভুক্তভোগীরা প্রতারণার অভিযোগে ৫টি মামলা করে। পাঁচ মামলাতেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপর থেকেই গ্রেফতার এড়াতে শাহাবুদ্দিন ছদ্মবেশ ধারণ করে শ্রমিক সেজে চৌগাছার উই কেয়ার প্রোজেক্টে কাজ করছিলেন।
যশোর পুলিশের মুখপত্র বলেন, সোর্সের দেওয়া তথ্য এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিবি পুলিশের একটি টিম চৌগাছা থেকে শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতার শাহাবুদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম