কাতার বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনাসদস্য নেবে। আগামী দুই মাসের মধ্যে তাঁদের নেওয়া শুরু হবে। কাতারের রাজধানী দোহায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, ‘গালফ যুদ্ধের সময় থেকেই কুয়েতে আমাদের সৈন্যরা দায়িত্ব পালন করছেন। কাতার আমাদের জানিয়েছে, তারাও বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে। স্থায়ীভাবে প্রতি ৩ বছর পরপর একটা ব্যাচ আসবে। আমরা চাইছি যেন এ সংখ্যা বাড়িয়ে ১৬০০ বা আরও বেশি করা যায়। আমাদের সামরিক সচিব এবং এসএসএফ প্রধান আমাকে আজ (গতকাল) সকালে এ তথ্য জানিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘এখানে একজন সৈন্যের প্রারম্ভিক বেতন আড়াই থেকে ৩ লাখ টাকার মতো। আমরা আশা করি, দুই মাসের মধ্যে পাঠাতে পারব। এ ছাড়া আরও ইস্যু আছে, আমরা কাতারে আরও বেশি শ্রমিক পাঠাতে চাই।
কাতার থেকে বাংলাদেশ আরও বেশি এলএনজি আমদানি করতে চায় এমন তথ্য দিয়ে প্রেস সচিব বলেন, ‘প্রচুর বিদেশি বিনিয়োগকারী আমাদের জানাচ্ছে, তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। দেশে থাকা ৬০০ প্রতিষ্ঠানই নতুন সংযোগের জন্য আবেদন করেছে। আমাদের নিজস্ব গ্যাস তো কমে যাচ্ছে।’