রাজশাহীতে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে সাড়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় রিকশাচালক মাসুমকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার দিবাগত রাতে মাসুমকে গ্রেপ্তার করে রাজশাহীর বোয়ালিয়া থানা পুলিশ। মাসুমের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার ঠাকুরমান্দা গ্রামে।
এর আগে গত রবিবার বোয়ালিয়ার ঘোড়ামারা এলাকায় মাসুমের রিকশায় যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন দিলীপ কুমার প্রামাণিক নামের এক ব্যক্তি।
জানা যায়, রবিবার সকালে মাসুমের রিকশায় করে ব্যাগে ১৩ লাখ টাকা নিয়ে শিরোইলের দিকে যাচ্ছিলেন দিলীপ। রিকশাটি ঘোড়ামারা এলাকায় পৌঁছলে হঠাৎ পাশের একটি সরু গলিতে মোড় নিলে মোটরসাইকেলে করে দুজন এসে দিলীপের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এ সময় ছিনতাইকারীরা দিলীপের ব্যাগ টানতে শুরু করে। ধস্তাধস্তির সময় ব্যাগ থেকে প্রায় আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে যায়। বাকি টাকাসহ ব্যাগ ছিনিয়ে নেয় তারা। ঘটনার পর রিকশাচালক ভাড়া না নিয়েই পালিয়ে যান। তদন্তে নেমে পুলিশ ওই রিকশাচালককে শনাক্ত করে।
মহানগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, ছিনতাইয়ের মামলায় রিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে মাসুম ছিনতাইয়ের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।