এক দিনের ব্যবধানে আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের ১ ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৫ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গতকাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা। ২১ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ৫ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৯ হাজার ৮০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৫ হাজার ৫৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
আর সনাতন পদ্ধতির ১ ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৭৩২ টাকা বাড়িয়ে ১ লাখ ২০ হাজার ৫১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি রুপার দাম বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের ১ ভরি রুপার দাম ২৮৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৪৬ টাকা। ২১ ক্যারেটের ১ ভরি রুপার দাম ২৬৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৭১৮ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের ১ ভরি রুপার দাম ২২২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২ হাজার ৩৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির ১ ভরি রুপার দাম ১৬৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭৫০ টাকা।