ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে নির্বাচন কমিশন। গতকাল আইন মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, আদালতের নির্দেশনার পর এখন গেজেট প্রকাশের বিষয়ে পরামর্শ চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি।
ঢাকা দক্ষিণ সিটির ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। গত ২৭ মার্চ সেই ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেয় ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল।
ইসি কর্মকর্তারা বলছেন, ওই রায়ের অনুলিপি নির্বাচন কমিশনে আসার পর পর্যালোচনা করা হয়। আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।