বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই। কারণ, রাজনীতি করা সাংবিধানিক অধিকার। এই অধিকার হরণ করার পক্ষে আমরা নই।
সাংবিধানিক অধিকার খর্ব করার পক্ষে যাওয়া ঠিক হবে না। কোনো রাজনীতিকে নিষিদ্ধ করার বিপক্ষে আমাদের অবস্থান। আমরা মনে করি, এটা কোনো সঠিক পদ্ধতি নয়। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রুহিন হোসেন প্রিন্স বলেন, আওয়ামী লীগ সরকার পতনের প্রথম দিন থেকেই আমরা বলে এসেছি, বিশেষ ট্রাইব্যুনালে খুনিদের বিচার করা উচিত। কিছু কাজ এগোচ্ছে, কিন্তু এখনো দৃশ্যমান হচ্ছে না। সে কারণে মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তারা বিগত ১৫ বছর ক্ষমতায় থাকার জন্য অনেক শোষণ, নির্যাতন, হত্যা ও গুমের সঙ্গে জড়িত ছিল। যারা এসব করেছে সেজন্য তাদের বিচারের সম্মুখীন করা উচিত।
তিনি বলেন, এখন আশঙ্কার বিষয় হচ্ছে, একটি হত্যা মামলার বিপরিতে শত শত জনকে আসামি করা হচ্ছে। এটা কিন্তু মামলাকে দুর্বল করছে। মামলার ম্যারিট হারাচ্ছে। কাজেই এত নাম না দিয়ে প্রকৃত খুনিদের নাম দেওয়া হলে দ্রুত বিচার হতো। আওয়ামী লীগ দীর্ঘদিন অগণতান্ত্রিক শাসন তৈরি করেছিল। শেষ পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য তারা গণহত্যাও চালিয়েছিল। আমাদের বিবেচনায় এগুলো জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত। জনগণ তাদের কতটুকু গ্রহণ করবে, কতটুকু বর্জন করবে সেটা তারাই সিদ্ধান্ত নেবে।