সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিলের আয়োজন করা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রাত ৮টায় ঢাকায় একটি ক্লিনিকে তাঁর মৃত্যু হয়। মৃত সাবেক ছাত্রদল নেতা চাঁদপুর গ্রামের ফজল হকের ছেলে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কবির হোসেনসহ উভয় পক্ষের সাতজন আহত হন। এদিকে, মৃত্যুর সংবাদ পাওয়ার পরই বিএনপির একটি অংশ দায়ীদের গ্রেপ্তারপূর্বক শাস্তি দাবি করে বিক্ষোভ মিছিল ও থানার সামনে মানববন্ধন করেছে।
দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সাবেক এমপি মঞ্জুর কাদের গ্রুপের সমর্থক সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রওশন আলী মেম্বরের নেতৃত্বে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের কিছুক্ষণ আগে বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সমর্থক থানা বিএনপির সাবেক সদস্যসচিব মনজুর রহমান মঞ্জু শিকদারের নেতৃত্বে দলের একাংশের নেতা-কর্মীরা তাতে বাধা দেন। ওই সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে কবির হোসেনসহ উভয় পক্ষের সাতজন আহত হন। মৃত কবির হোসেন সাবেক এমপি মঞ্জুর কাদের গ্রুপের সমর্থক।
এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি জানান, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত কবির হোসেনের মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছার পর বিএনপির একাংশের নেতা-কর্মীরা হত্যাকারীদের ফাঁসির দাবি করে থানার সামনে মানববন্ধন করেছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।