মিয়ানমারের সমুদ্র উপকূলে ভারতীয় নৌবাহিনী কিছু রোহিঙ্গা শরণার্থীকে সমুদ্রে নামিয়ে দিয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা জাতিসংঘ তদন্ত করে দেখছে বলে ঘোষণা করেছে। সূত্র : বিবিসি।
খবরে বলা হয়, গত সপ্তাহে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ থেকে আন্দামান সাগরে রোহিঙ্গা শরণার্থীদের জোর করে নামিয়ে দেওয়ার খবরে জাতিসংঘ এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে। একজন বিশেষজ্ঞকে দিয়ে এ ধরনের ‘অনুচিত ও অস্বীকৃত’ ঘটনার তদন্ত করানো শুরু হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলেছে, ভারতীয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ যে শরণার্থী পরিচয়পত্র থাকা সত্ত্বেও দিল্লিতে বসবাসকারী কয়েক ডজন রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়েছে। এদের মধ্যে প্রায় ৪০ জনকে চোখ বেঁধে বিমানে করে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয় এবং তারপর সেখানে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজে তোলা হয়। ওই জাহাজটি আন্দামান সাগর পেরোনোর পর শরণার্থীদের লাইফ জ্যাকেট দেওয়া হয় এবং মিয়ানমারের সীমানার অভ্যন্তরে অবস্থিত একটি দ্বীপে তাদের সাঁতার কেটে চলে যেতে বাধ্য করা হয়।
শরণার্থীরা সম্ভবত সাঁতরে ওই দ্বীপে পৌঁছান, কিন্তু তাদের বর্তমান অবস্থা এবং তারা কোথায় আছেন, এখনো তা অজানা। তবে প্রতিবেদন নিয়ে ভারত সরকার বা ভারতের নৌবাহিনী কোনো মন্তব্য করেনি।