সিলেটে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে এক যুবককে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল ভোর ৫টার দিকে গোয়াইনঘাট উপজেলার রাধানগর বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহত সাহেল শাহরিয়ার গোয়াইনঘাটের আলীরগাঁও ইউনিয়নের পূর্ণানগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল ভোরে মোটরসাইকেলযোগে গোয়াইনঘাট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন শাহরিয়ার। উপজেলার রাধানগর বাজারের পাশে দুষ্কৃতকারীরা তাকে আটকে গুরুতর আহত করে সঙ্গে থাকা নগদ অর্থ ও মোটরসাইকেলটি নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। লাশে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। ছিনতাই নাকি পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’