রাঙামাটির কাউখালীতে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) গোপন আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় বিপুল পরিমাণ অস্ত্রসহ গোলাবারুদ জব্দ করা হয়েছে। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে কাউখালীর ঘাগড়া ইউনিয়নের হাজাছড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটির কাউখালীর ঘাগড়া ইউনিয়নের হাজাছড়ি এলাকায় ইউপিডিএফের গোপন আস্তানায় অভিযান চালায় সদর সেনা জোনের কাউখালী ক্যাম্পের সদস্যরা। এ সময় সেনা উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরে আস্তানায় তল্লাশি চালিয়ে একটি পিস্তল, ১৭ রাউন্ড গুলি, একটি বাইনোকুলার, কয়েকটি ওয়াকি-টকি সেট, একটি হার্ডডিস্ক, সন্ত্রাসীদের ইউনিফর্ম ও চাঁদা আদায়ের রশিদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার জব্দ হয়। এ সময় ইউপিডিএফের নারী সদস্যরা অভিযানে বাধা দেওয়ার অপচেষ্টা করে। সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রাঙামাটি কাউখালী থানার কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।