প্রায় আড়াই মাস পর মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে কক্সবাজারের টেকনাফ সীমান্তে আবারও মুহুর্মুহু গোলার বিকট শব্দ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ সাবরাং সীমান্তসহ পৌরসভার বিভিন্ন এলাকায় রাখাইন থেকে বোমা বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। দীর্ঘ ১১ মাসের লড়াই-সংঘাতের পর ২০২৪ সালের ৮ ডিসেম্বর মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের ২৭০ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছিল আরাকান আর্মি। মাঝখানে প্রায় আড়াই মাস সংঘাত বন্ধ থাকার পর আবারও ওপারের গোলাগুলির শব্দ এপারে শোনা যাচ্ছে। জানতে চাইলে টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ইসমাঈল বলেন, ‘সীমান্তের খুব কাছে হওয়ায় ওপারে গোলার বিস্ফোরণ হলে বাড়িঘর কেঁপে ওঠে। শুক্রবার রাত সাড়ে ১১টায় মিয়ানমারের গোলার শব্দ শোনা গেছে। এতে আগের মতো বাড়িঘর কেঁপে ওঠে।’ টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম বলেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলির শব্দ এপারে শোনা যাচ্ছে। দীর্ঘদিন বন্ধের পর ফের সীমান্ত অশান্ত হতে শুরু করেছে।’
ওপারের গোলার বিকট শব্দের সীমান্তের এপার কাঁপছে উল্লেখ করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘আমিও পরপর দুটি গোলার বিকট শব্দ শুনেছি। এতে সীমান্ত কেঁপে উঠছে।’