বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বিএনপি নিয়ে টানাটানি করবেন না। বিএনপি চ্যালেঞ্জ নেওয়ার দল। গণতন্ত্রের জন্য যত রক্ত লাগে দেবে। গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছে হাঁটবে না।’ গতকাল পাবলিক লাইব্রেরি মাঠে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির এ নেতা বলেন, ‘যে দলের নেতা বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম সে দলকে কীভাবে রুখবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। এ বছরেই নির্বাচন হবে, এ বছরেই নির্বাচনে জয়লাভ করবে বিএনপির ধানের শীষ।’ এ সময় দলের রংপুর বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বান্দরবানে জেলা বিএনপির সমাবেশ : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল দেশে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সবার আগে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন। তিনি বলেন, যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তারা আসলে দেশের মঙ্গল চায় না। জাতীয় সংসদকে জন অধিকারের বাপ এবং স্থানীয় সরকারকে তার পুত্র উল্লেখ করে হাবিব উন-নবী খান সোহেল বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলছেন তাদের কাছে জানতে চাই, আগে বাপের জন্ম হয়, নাকি সন্তানের জন্ম হয়? গতকাল বিকালে বান্দরবান শহরের ঐতিহাসিক রাজার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে হাবিব উন-নবী খান সোহেল বলেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমরা ১০ দিনের আলটিমেটাম দিয়ে আন্দোলনে নামব এবং জনগণের অধিকার আদায় করে ছাড়ব।