চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর গাজায় সবচেয়ে প্রাণঘাতী বোমা হামলার ঘটনায় জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বুধবার ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজাবাসীর ভোগান্তি এড়াতে আমরা ইসরায়েলকে সামরিক সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।’
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ গতকাল সতর্ক করে বলেছেন, হামাস নেতারা কোনো দায়মুক্তি পাবে না।
হামাসের কয়েকজন রাজনৈতিক নেতা কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন জানিয়ে কাটজ বলেন, ‘হামাসের নেতৃত্বে থাকা কেউ দায়মুক্তি পাবে না; না স্যুট পরা নেতারা, না টানেলে লুকিয়ে থাকা ব্যক্তিরা।’ -এএফপি
তিনি আরও বলেন, ‘কেউ ইসরায়েলি সেনার বিরুদ্ধে হাত তুললে তাকে কঠোর পরিণতির সম্মুখীন হতে হবে। ইসরায়েলি সেনাবাহিনীকে হামাসের প্রতিটি লক্ষ্যবস্তুতে কঠোরভাবে আঘাত হানার নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা তা অব্যাহতভাবে করবে।’