আল নাসরে যোগ দেওয়ার পরও শিরোপা উঁচিয়ে ধরতে পারছেন না পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২৩ সালের জানুয়ারিতে ক্লাবে যোগদানের পর শতাধিক গোল করলেও ফিফা স্বীকৃত কোনো টুর্নামেন্টের শিরোপা এখনো অর্জন হয়নি তার।
গত রাতে (২৮ অক্টোবর) সৌদি কিংস কাপের শেষ ষোলোতে আল ইত্তিহাদের মুখোমুখি হয় আল নাসর। ম্যাচে ১০ জনের দলে পরিণত হওয়া ইত্তিহাদের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় রোনালদোর দল। ম্যাচের ৪৯ মিনিটে ইত্তিহাদের আল জুলায়দান লাল কার্ড দেখলেও একাধিক সুযোগ কাজে লাগাতে পারেনি আল নাসর। করিম বেনজেমা ও হুসেম আওয়ারের গোলে জয় পায় ইত্তিহাদ, নাসরের পক্ষে একমাত্র গোল করেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল।
রোনালদো আল নাসরের হয়ে এখন পর্যন্ত ১৩টি অফিসিয়াল টুর্নামেন্টে খেলেছেন, তিনটি ফাইনালে উঠলেও একটিতেও শিরোপা জিততে পারেননি। তবে হতাশা ছাড়ছেন না এই ৪০ বছর বয়সী কিংবদন্তি। কিংস কাপ থেকে বিদায়ের পর তিনি সতীর্থদের উদ্দেশে ইনস্টাগ্রামে লিখেছেন, 'আমরা মাথা উঁচু করে দাঁড়াই, শিখি এবং একসাথে সামনে এগিয়ে যাই।'
বিডি প্রতিদিন/মুসা