সামনেই ভারতের বিহার রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে গতকাল প্রথম নির্বাচনি প্রচারে দেখা গেল দেশটির লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। আর সেই প্রচারণা থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা রাহুলের। বিহারের মুজাফফরপুরের সভা থেকে বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ এনে কংগ্রেস সাংসদের দাবি-‘তিনি শুধু আপনাদের ভোট চায়। ভোটে জেতার জন্য আপনারা যদি তাকে (মোদি) নাটক করতে বলেন সেটাও তিনি করে দেবেন। আপনারা যদি তাকে বলেন যে আমরা আপনাকে ভোট দেব, কিন্তু আপনাকে কোনো ভাষণ দিতে হবে না। পরিবর্তে আপনাকে মঞ্চে এসে নাচ করতে হবে। দেখবেন তিনি নেচেও দেবেন। ওনাকে দিয়ে আপনাদের যেটা করতে মন চায়, সেটাই করুন। তবে ভোটের আগে করুন, ভোটের পরে তাকে আর পাওয়া যাবে না।’ এ সময় রাহুল বলেন, ‘তারা (বিজেপি) আপনাদের ভোট চুরি করতে ময়দানে নেমেছে। কারণ তারা এই নির্বাচনটাকে একটা রোগে পরিণত করতে চায়। আমি আপনাদের বলছি এরা (বিজেপি) মহারাষ্ট্রে ভোট চুরি করেছিল, এরপর হরিয়ানাতেও ভোট চুরি করেছিল। বিহারের ২৪৩ বিধানসভা আসনের জন্য আগামী ৬ এবং ১১ নভেম্বর দুই দফায় ভোট নেওয়া হবে। গণনা আগামী ১৪ নভেম্বর।
এই নির্বাচনে প্রধান লড়াই হবে ক্ষমতাসীন জোট এনডিএ এবং বিরোধী দলের মহাজোটের মধ্যে। এনডিএ জোটের শরিক দলগুলো হলো-বিজেপি, জনতা দল ইউনাইটেড, লোক জনশক্তি পার্টি, হিন্দুস্তান আওয়াম মোর্চার মতো দলগুলো। অন্যদিকে বিরোধী মহাজোটে রয়েছে কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল, সিপিআইএম, সিপিআইএমএল-এর মতো দলগুলো।